শিরোনাম
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এঁর ৯৩তম জন্মবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন পুলিশ সুপার, টাঙ্গাইল
বিস্তারিত
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লড়াই সংগ্রামের প্রেরণা, প্রিয় সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এঁর ৯৩তম জন্মবার্ষিকীতে জেলা পুলিশ, টাঙ্গাইলের পক্ষ থেকে জনসেবা চত্বর, পুলিশ সুপারের কার্যালয়, টাঙ্গাইলের সামনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে
পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন সরকার মোহাম্মদ কায়সার, পুলিশ সুপার, টাঙ্গাইল। পুষ্পস্তবক অর্পণ শেষে বঙ্গবন্ধু এবং বঙ্গমাতার আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় টাঙ্গাইল জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বিভিন্ন পর্যায়ের সরকারি বেসরকারি কর্মকর্তা-কর্মচারীগণ, বীর মুক্তিযোদ্ধাগণ এবং বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতাকর্মীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।